Tuesday, 21 February 2023

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের শ্রদ্ধাঞ্জলি

🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
 



৮ই ফাল্গুন -

  শামীম আহমদ  ( লন্ডন )

শব্দের মিছিলে মুখরিত কবিতার প্রাঙ্গন ,

অক্ষরে অক্ষরে গড়া আমাদের সাহিত্যের 

সুউচ্চ মিনার,ভাষা শহিদের রক্ত অস্থিমজ্জায় 

মুক্ত বিহঙ্গের মত আবালবৃদ্ধ বনিতায় 

গান গেয়ে যায় ,একুশে ফেব্রুয়ারীর ,

মুখ তুবড়ে পড়ে থাকে আমার সাধের 

রক্তঝরা ৮ই ফাল্গুন ।
          -------
অমলিন

মালিনী চৌধুরী ( ভারত )

একুশকে  ছুঁয়ে আজও অমলিন
মহামিলনের স্বপ্ন আশা
একুশকে ছুঁয়ে আজও  ভাস্বর
হীরকোজ্জ্বল  বাংলা ভাষা।

একুশ আমার ভাইয়ের রক্তে
রামধনু এক স্বপ্ন ভোর
একুশ আমার চেতনায় জাগা
আলোকিত এক প্রত্যয়  ডোর।

একুশ মানে অঙ্গীকার
একুশ মানে শুদ্ধতা
একুশ মানে  বর্ণমালায় 
মহান শহীদ বীরগাঁথা।
          -----
আত্মজ 

শাশ্বতী চ্যাটার্জী ( ভারত )

কোন্ দিন পালনীয় তবে?
দশ মাস দশ মাত্র দিন নয়,
পূর্ণ আয়ুষ্কাল ঐ গর্ভশোণিতে নিমজ্জিত;
এ মূক জীবনের কানে বীজমন্ত্র গেয়েছ এমন
ওষ্ঠাধরে ফুটেছে জ্যোৎস্না,
দাহে ও দহনে-
সংলাপে শ্রেষ্ঠ অভিষেক।

নক্ষত্র এসেছে নেমে কুসুমে কুসুমে,
দখিনার বোলতান বর্ণমালা চুমে।

ভাষা কবে হ'লে?
তুমি তো মধুর বাঁশি কদমের তলে;
কিশোরীর প্রথম নূপুর,
নিবিড় স্বপ্নে ঘুম জাগানিয়া সুর।

শুধুই কি ভাষা...!
পাখির কাকলি ভেঙে বিষণ্ণ কুয়াশা
শুনিয়েছ এ পৃথিবী আজও জেগে ওঠে
ভাওয়াইয়া ভাটিয়ালি গম্ভীরার ঠোঁটে।

এখনো খুইয়ে যায়নি তোমার আত্মজ-
আর্ত তোমার সম্মানে
তোমাকে ত্যাগের আগে পরিহার হোক তবে প্রাণ...
             ----
What are the limits?

Marlene Pasini ( Mexico )


At the borders of the heart
instant words
the dawn  stopped on the wings of a seagull 
refugee memories
in the scent of yellow flowers 
in the wheat fields
time withers
only silence is oblivion
            -----
Light, 

Valentina Novković ( Serbia )

You are a part of everything
that appears as a whole, 
without which this planet would be just a shadow
the dying sun.
Don't let the other side of your coat
cover the life-giving light.
Because you are the light
and you go into it.
             -----
blown away

Bozhidar Pangelov ( Bulgaria )


the language is
the most useless
gift
when I listen to you
hypnotized
(with this stupid
pink rose...)
          ----
মাতৃরূপেন 

বিদিশা সরকার ( ভারত )

একটা মৃত্যুর পর
একেকটা মৃত্যুর পর
স্বপ্নহীন গাঢ় ঘুমে ক্রমশ নিমজ্জমান---
ব্যথাতুর রান্নাঘর শিলপাটা
কলতলা, বাসনের ডাই
ক্রমশ নদীর কথা ভুলে যেতে যেতে ---
কবিতা মাস্তুল
শঙ্খচিল
প্রথম প্রেমের চিঠি
যুদ্ধের বিমান !
 
উচ্চারিত আত্মস্মৃতি
সোডায় ফোটানো সব নিকার বুকার
গন্ধরাজ লেবু আর পাতানো সংসার
পরিজন প্রতিবেশী
সবার পছন্দসই বনিবনা
মেনোপোজ ! অন্ধকার ! সিঁথির কর্কট !
 
কন্যাদান সীতাহার ঝুরো চুড়ি
সঞ্চয়ের অনটন শুধু
তবুও অন্নদা তুমি সকালের গান
                     ---
২১শে ফেব্রুয়ারি 

মানসী কবিরাজ ( ভারত )

কখনও  কখনও  এমনটা হয় 
সে আসার কথা থাকলেই 
জ্বলে ওঠে ঝাড়বাতি
পিয়ানোয় সুর তোলে হাত
বুকের ভিতরে যেন অগ্ন‍‍্যূৎপাত
কখনও  কখনও  এমনটা হয় 
সে আসার কথা থাকলেই 
শ‍্যাওলা সরিয়ে সরিয়ে   জেগে ওঠে 
বুঁজে যাওয়া ঘাট
জমে থাকা বোবা কথা
নিজের ভাষায় 
বুক ভরে নিজেকে সাজায়
                  ----
২১ শে ফেব্রুয়ারি 

চন্দ্রানী চৌধুরী 

২১ মানে  ভাষা চেতনা, 
আমার অহংকার
২১ আমার বাংলা বোধ
বাংলা ভাষা ফিরে পাওয়ার স্বাধিকার।
২১ মানেই ভাষা আন্দোলন
বুলেট আর বারুদের গন্ধ
২১ মানেই সালাম, বরকত-রফিক, জব্বার
আরো শত শত ভাইয়ের রক্ত।
২১ মানেই বোনের কান্না,
মায়ের হাহাকার,
২১মানেই বীর শহিদের আত্মত্যাগ
বাংলা ভাষা অধিকারের ইতিহাস।
২১ মানেই প্রভাত ফেরী,
সাদা ফুলের মালা, 
২১মানেই শহিদ বেদী, 
নতশিরে মেলা।
                 ----
Shooting Star

Zdravka Babic ( Croatia )

I saw you trembling when you touched a shooting star
A tear which escaped From the Palm ,which caused the sea to become cloudy
Close your eyes
Let that splinder in the grass burn your soul
Tenderly Kiss the scar in my eyes
The imprint of your lips will be written
                   ----
In my mirror 

 Maja Milojković 
   ( Croatia )
 

 Dear, my fairy tale prince
 you live in my mirror
 your home is on the other side of the dream
 I wake you up often and ask to see you in my eyes
 United, salivated by soul, we never physically met,
 but when I call you, you always appear mystically.
 I'm keeping you a secret
 I love you
 I dream about you
 I'm thirsty for love
 I imagine us meeting.
 When I'm not breathing you'll hold the mirror and call out to me,
 we are punished that we cannot meet physically
 Oh so much suffering!
 I cried so many tears...
 If my Villa had given me a present
 magic mirror,
 that i can see you
 that my soul may rest in the contemplation of your eyes.
 Joined in one body, linked by mind, an eternally inseparable pair,
 you are my soul's Lord,
 wink at me to make me smile
 ask for me in my dreams
 dance with me because my soul is inconsolable while it lives in this body under punishment.
 The mirror of secrets protects me from all other loves and makes me loyal to you.
                    ----
The Shadow 

Chen Hsiu-chen 
( Taiwan )

Whether it originates from 
either love or hate.

You don’t hesitate to burn yourself
becoming a small volcano

and to incinerate
your shadow ceaselessly.

In the long night
the shadow is an unstable black moth.
                   ----

বাংলা ভাষা আন্দোলনের আরও এক ইতিহাস ----

পার্থপ্রতিম পান 
পৃথিবীর ইতিহাসে দীর্ঘতম ভাষা আন্দোলনের নাম 'মানভূম ভাষা আন্দোলন'। মানভূম বা পুরুলিয়া অঞ্চলের মানুষ  বাঙালিদের ওপর হিন্দি চাপিয়ে দেবার প্রতিবাদে এই আন্দোলন শুরু করেন ১৯১২ সালে, স্বাধীনতার পরে যখন পুরুলিয়া জেলাকে বিহারের অন্তর্ভুক্ত করে হিন্দি চাপিয়ে দেওয়া হয়, এই অঞ্চলের মানুষ ১৯৪৮ থেকে ১৯৫৬ পর্যন্ত তীব্র আন্দোলন গড়ে তোলেন। ১৯৫৪ সালে অসংখ্য প্রতিবাদী মানুষ টুসুগান গলায় নিয়ে শুরু করেন টুসু সত্যাগ্রহ। ১৯৫৬ সালে পুরুলিয়া থেকে হাজার হাজার মানুষ লং মার্চ করে কলকাতা অভিযান করে মহাকরণ অবরোধের কর্মসূচি নেন এবং প্রায় এক হাজার মানুষ কারাবরণ করেন। এই আন্দোলনের ফলশ্রুতিতে কেন্দ্রীয় সরকার ১৯৫৬ সালের পয়লা নভেম্বর পুরুলিয়া জেলাকে পশ্চিমবঙ্গের সাথে যোগ করতে বাধ্য হয়। নিবারণ চন্দ্র দাশগুপ্ত, অন্নদাপ্রসাদ চক্রবর্তী,ভজহরি মাহাতো, অতুলচন্দ্র ঘোষ,অরুণ ঘোষ,লাবণ্যপ্রভা ঘোষ, ভাবিনী মাহাতো - এঁরা ছিলেন আন্দোলনের পুরোভাগে।
   আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করি, স্মরণ করি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ শে ফেব্রুয়ারী এবং বরাক উপত্যকার ভাষা শহীদ দিবস ১৯ শে মে কে। তার সাথে মানভূম আন্দোলনকে শ্রদ্ধা জানিয়ে যথাযথ মর্যাদায় পালন করা উচিৎ পয়লা নভেম্বর - মানভূম দিবস।
   গতকাল 'বঙ্গবাসী' সংগঠনের উদ্যোগে মানভূম দিবস পালন করা হয় শিলিগুড়ি বাঘাযতীন পার্কের সামনে। বর্তমান সময়ে হিন্দির নতুন করে আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেন শহরের নানা ক্ষেত্রের বিশিষ্ট বিদগ্ধ মানুষেরা।
   বাঙালি ভীতুর জাত নয়। পৃথিবীর একমাত্র জাতি বাঙালি যারা দুটো দেশের স্বাধীনতা এনেছে। ভারতের স্বাধীনতা যুদ্ধে অগ্রণী ভূমিকা ছিলো বাঙালির। ( আন্দামানের সেলুলার জেলে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিতদের ৫৮৫ জনের মধ্যে ৩৯৮ জন ছিলেন বাঙালি, যা প্রমাণ করে ভারতের স্বাধীনতায় বাঙালির অবদান কতটা।) বাংলাদেশের স্বাধীনতা এসেছে লক্ষ লক্ষ বাঙালির আত্মবলিদানে। আজ যখন আবার হিন্দিকে চাপিয়ে দেবার হীন চক্রান্ত চলছে, যার পেছনে আছে পুঁজিবাদীদের স্বার্থ তখন বাঙালিকে আর একবার ঘুরে দাঁড়াতেই হবে।
                  ---
সংকটে আজ বাংলা মা
সোনিয়া হক ( বাংলাদেশ )

বাহান্নতে সালাম , জব্বার 
পিচ ঢালা পথ করেছিলো লাল বুকের রক্ত দিয়ে,
আজ যদি ভাষা সংকটে পড়ে কে তাঁকে বাঁচাবে এসে?
ইংরেজি বলে গড়গড়িয়ে, বাঙালি আজ বাংলিশ জাতি ,
ভুল‌ বাংলায় কথা বলে উঁচিয়ে বুকের ছাতি।
ওটাই নাকি গৌরব আজ , 
বাংলা জানা নয় কাজের কিছু,
ইংরেজি নাকি করেছে বিশ্ব জয় , বুদ্ধিমানেরা তাই ছোটে ইংলিশ শেখার পিছু।
গর্ব করে মায়েরা বলে , 
আমার ছেলে ভালো ইংরেজি বলে,
বাংলায় ও কাঁচা ভারী , 
চালিয়ে নেয় ঐ ছলে বলে।
হায়রে অভাগা দেশের, 
মূর্খ মায়ের কুলাঙ্গার সন্তান,
বাংলাটা শেখ যথাযথ, 
রাখ বাংলা মায়ের মান।
কোট টাই পরে , 
ইংলিশ বলে নিজেকে ভাবছিস, কি হনু রে
তুই যে বোকা ,শোন বলি খোকা , সবচে মধুর মাতৃভাষা যে।
                 ----
অযুত কৃষ্ণ

সঞ্জয় চৌধুরী ( ভারত )

অযুত ক্ষত একাই তুলে নেবো আজ
তোমাকে রক্তাক্ত হতে দেবো না আর।

সিকিখোলা জানালা দিয়ে নয়
আগল খুলে এসো
একুশকে ভালোবেসো।

পিচ ঢালা কালো রাস্তার বাঁকে
শহীদেরা আজও অপেক্ষাতে...

বাতাসে আজ একুশের গান
শিরায় শিরায় হাজার প্রত্যাশা
ওগো আমার বাংলা ভাষা।
                  ----
Our Language

Cristina Serghiescu
( Romania )

Our language is the dream of light,
Blue wing - in fierce flight,
It has a root in the rock of history,
Weave the soul with longing flowers,
Our language is the tear of feeling,
Whirling on the living lips of the wind,
Wear in it the colors of love,
Grow dream flowers in holy clay.
                    ----
I am

Miroslava Panayotova, ( Bulgaria )

I am the cosmos
 I am a person like you
 Mud and stars
 Paths of roses and crown of thorns
 Venice and crickets
 I am the day and the night
 Every end and beginning

 I am a human
                 ----
Touch of inspiration

VESNA RISTIC 
    ( SERBIA )

In my veins, 
I have stored
your words of encouragement
for centuries.
The beacon of the heart was a guide a noble philanthropist. 
Your skin smelled of cedar and cipress,of untouched nature, empathy and  understanding of the genetic  code.
I want to embrace that sparkling,universal beauty.
                     ----
অযুত কৃষ্ণ

সঞ্জয় চৌধুরী ( ভারত )

অযুত ক্ষত একাই তুলে নেবো আজ
তোমাকে রক্তাক্ত হতে দেবো না আর।

সিকিখোলা জানালা দিয়ে নয়
আগল খুলে এসো
একুশকে ভালোবেসো।

পিচ ঢালা কালো রাস্তার বাঁকে
শহীদেরা আজও অপেক্ষাতে...

বাতাসে আজ একুশের গান
শিরায় শিরায় হাজার প্রত্যাশা
ওগো আমার বাংলা ভাষা।
                 ----
একুশে
জয়তী কুন্ডু ( ভারত )

বাহান্নর একুশে 
শহীদ হলো যারা 
তাদের আত্মত্যাগে গর্বিত আমরা 
সেদিনের রাজপথে মাতৃভাষার দাবীতে আন্দোলন - স্লোগান 
ভাষার লড়াইয়ে রাজপথ হলো রাঙা কারণটা ফায়ারিং গান 
রফিক , জব্বার , শফিউল , সালাম , বরকত
বাংলা হোক অন্যতম রাষ্ট্রভাষা , তাদের উদ্দেশ্য ছিল সৎ 
মাতৃভাষার দাবীতে শহীদ হলো যারা একুশে 
সকলের মাতৃভাষা তাদের জন্য আজ এইদিনে মেশে ।
                   ----
এপিটাফ
পরাগ মিত্র ( ভারত )

বিরক্তি ভরে ছুঁড়ে ফেলি দেখি টুকরো কাঁচে
 আজও আলবেলা আমার প্রথম উচ্চারণ - মা...

শপিং মল, মোবাইল ফোন, দেমাগী বিলবোর্ড
  জনতা শাড়ির মতোই যাকে খুঁজে পাওয়া দায়। 

অনাদরী ফল্গু'র নিঃসঙ্গ নিঃশ্বাস তুলসী তলা
 থেকে সুপুরি বাগানে। মধ্যাহ্নে চড়ুই একা বিতত
 আঙ্গিনায়

গীতগোবিন্দ ঠেলে যে চিতা সাজালো, সে আমি।
 ঘনঘোর সন্ধ্যায় "ভালো থাকিস বাবা" বলে যে
 আত্মঘাতী হল, মাতৃভাষা বলে তাকে ডাকতে
 বলে গেলেন মদনমোহন তর্কালঙ্কার  

 অস্থি নিয়ে দাঁড়িয়ে একা কবন্ধ কঙ্কাল,
 দু'হাতের সাদা ছাইয়ে অন্তর্লীন সমস্বর "মেনে
 নাও। এটাই সময় "
              ----

Flight -

Stefania Miola ( Italy )

Queen of thoughts spread wings crossing arid deserts and shining seas
 Soaked soul steps fly dripping emotions
 on the infinite canvas Silent flight of seagull towards a
 forgotten dawn.
                   ---- 
Density

Emina Đelilović-Kevrić, ( Bosnia and Herzegovina)

From the jaw of firm tissues, 
all beings have fought for their voice.
They spoke crackly  intermittently one after the other
Like a scream of the long raptured uterus.
The pupils were getting wider with force
With the taste of awakened weary particles of life
In the interstellar silence of the asleep bazaar.
A soul has spoken in the turbulent  world of mother language.
To ancient pain, the sense of density
             ----
Mother

Vasiliki Karatasiou, 
( Greece )

I name my mother tongue, Greek!
It is my patrida,
it is my religion,
it is my population,
It is the light,
it is all my universal
civilization!
               ----
 Peace

 Ljubica Katić

 ( Croatia )

Peace in the soul, 
peace in the world, love and respect, this is necessary for enjoyment.
Let hand to hand be healing, let everything you give be received in the same way, it is the essence of life.
We are all just transitory in this world, life is fleeting for an hour, we should leave a healthy life to every child, to live happily after us.
We don't need wars, bombs and weapons of desolation
We need love, to be full of mouths. 
Let's condemn with a pen all those who sow hatred
Let's create one family from the whole world.
                 ---
  একুশ

সুব্রত রায় চৌধুরী ( ভারত )

শূন্য ঘরে ফিরে দেখেছি বারবার।
জীবনের নানা কথা পাক খেয়ে যায় সেখানে,
খেয়ালি নদীর মতো। 
অনাড়ম্বর।

ভাষাহীন অনুভূতির দল কাকে যেন ডাকতে চায় বারবার।
গলা শুকিয়ে কাঠ-
ফাঁকা রাস্তার ধারে একাকী লাইট পোস্টটার মাথায় সুতীব্র দহন।
আলো চাপা অন্ধকারের রাজ্য।

তবু ভালোবাসি অমর শহিদের অজানা কথকতা।
একটুখানি সবুজ, 
আর অমর একুশের নীরবতা।
                  ----
একুশ আমার অহংকার 

অজিত কুমার বর্মন

একুশ আমার সকাল বেলার পাখির কলরব 
ক্লান্ত দুপুর, ব্যস্ত বিকেল, 
বিপন্ন শৈশব;
একুশ আমার মায়ের আঁচল বাবার চোখের স্বপ্ন
জীবনদায়ী অন্ন কড়ি, হীরে মানিক রত্ন।

একুশ আমার  বাস্তবতার জীবনবাদী গান
তপ্তখরায় শীতল করা নদীর কলতান;
একুশ আমার ভায়ের রক্তে রাঙানো বিজয়গাঁথা
গল্প নাটক প্রবন্ধ আর প্রেমের কবিতা।

একুশ আমার সাম্যবাদী গানের কথামালা
প্রতিবাদের স্লোগান লিখে প্রিয় বর্ণমালা;
একুশ আমার মায়ের আঁচল নকশী কাঁথার আলপনা
ভাষা শহিদ অমর একুশ জীবন থাকতে ভুলবোনা।

একুশ আমার বর্ষাকালে সবুজ প্রাণের হিল্লোল
ফাগুন মাসের রক্ত পলাশ, 
মন রাঙানোর দোল;
একুশ আমার শহিদ বেদীর শ্রেষ্ঠ অলংকার 
নবীন প্রাণে শক্তি আনে, 
একুশ আমার অহংকার।।
                 ----
ভাষা
মঞ্জু ঘোষচৌধুরী

এতো বৈরিতা গুলির ঝলকানি আমরা বুঝেছি বিচ্ছিন্নতার মানে। কতটা দহনে বরাক, সুরমা নীরবতা ভাঙ্গে,স্বপ্নের‌ ফেরি নিয়ে তোমার মুক্তির অপেক্ষায়।

প্রতিবাদী শব্দেরা হয়েছে বঞ্চিত
না পাওয়া বেদনা নীরবে কাঁদে, অনিমেষ আঁধারে ‌ডুবে ছিল সময়, রক্তাক্ত কমলার মুখ।
কত লজ্জার সে অভিশপ্ত দিন আত্মোৎসর্গ করে গেছে শহিদ প্রান।
২১ শে শব্দের আন্তর্জাতিক ‌তুমি ১৯৬১র ১৯ শে মে ফিরে পেয়েছে ভাষার অধিকার।
                   ----

মা ভাষা

নীহার রঞ্জন দাস 

আজকাল কবিতা লিখতে গিয়ে আমার দুঃখিনী বর্ণমালা জেগে ওঠে, আমি অভিধান খুঁজে দেখি কোথাও বাক স্বাধীনতার প্রতিশব্দ রয়েছে কি না । আজকাল কবিতা লিখতে গিয়ে রা য়ের উপর সজাগ থাকতে হয়, পাছে হায়না দেয় হামলাকারীরা। আমরাতো বলির পাঁঠা হয়ে দিন যাপনে ব্যস্ত, আমাদের উৎসব তাদের ঢাকের তালে ঢেকে যায় , না হলেই সমন জারি, কবিতা লিখে পেটে ভাত জোটেনা ।
তবে একটা কিছু হয় জানি , আবার অনেকের ভাত নয় বাড়ি গাড়িও জোটে , শহিদের আড়চোখ দেখে তাদের , তাতে  কিছুই যায় আসে না। 
তারা জানে ভাষার কোনো উৎসব হয় না,   
আমার ক্লান্ত চোখ শুধু খুঁজে অঙ্গীকারের ভাষা  
অভিধানের পাতা উল্টিয়ে  .... 
মনের ভেতর থেকে কে বলে ,
রফিক ,বরকত,কমলা,
দিব্যেন্দু জগন্ময় 
তোদের বুকের ঘ্রাণে আমাকে একবার স্নান করিয়ে যা না...
                  ---







No comments:

Post a Comment

Micro poems collection on happy new year 2024

          🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻 The secret languaje of soul Marlene Pasini (Mexico )                I am transit of fire deep  ...