🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻
I am transit of fire deep
of my soul that burns – illuminates in powerful light without shadow
I am the restored path
in this faithful custom
that exalts me
the stellar pulsar
of my arithmetic origin
the invisible roar
of the all-encompassing
atom music and seduction
in the tenacious alchemy
of multi-verse.
***
Blind date -
From heaven to heart.
I rub my belly
swollen with a dream that
he has already been born.
In you Wonder in the lake
hidden from the light.
In you pulsating nymphet
that evolves
I wait for you my love.
***
অবিচল
একে একে সব জানালাগুলো খুলে গেলো,
অন্দরের সব বন্ধ অলিন্দের প্রকোষ্ঠগুলো-
মুক্ত বাতাসে সতেজ হয়ে উঠলো নিমেষেই।
এক পা দু'পা করে যে জরা গ্রাস করেছিলো
তা'ও মূহুর্তে নবীন হয়ে উঠলো।
শিরা -উপশিরা সব,
অনভ্যস্ত দ্রুত প্রবহমানতায়
ঝাঁকুনি দিলো এক প্রবল।
কিছু মুক্ত বাতাসের সাথে ধেয়ে এলো ঘূর্ণিপাক।
প্রকোষ্ঠের আনাচে-কানাচে জমাট বাঁধা জীর্ণতা
সহসা তীব্রতার আঘাতে আছড়ে পড়লো,একে অপরের গায়ে।
ধেয়ে আসা ঝড়ে ধীরে ধীরে খোলা জানালাগুলো
নিঃশব্দে বন্ধ হয়ে গেলো আবার।
বহমানতা ততক্ষণই শ্রেয়
যতক্ষণ তা দুর্নিবার না হয়ে ওঠে।।
***
The imprint
(Trebinje,Republika Srpska)
I saw you trembling when you touched a shooting star
A tear which escaped From the Palm ,which caused the sea to become cloudy
Close your eyes
Let that splinder in the grass burn your soul
Tenderly Kiss the scar in my eyes
The imprint of your lips will be written
***
কুসুম
হিমেল রাতে লুকোচুরির ছলে
পরশ তোমার চেয়েছে অঙ্গুলি,
কুহেলী জড়ানো তমালতরু তলে
যুগান্তরের অবগুণ্ঠন খুলি।
বন্দি করেছো গোলাপ রাঙা ঠোঁটে
জোনাক জ্বলা নিশীথ নিকেতনে
সোহাগ যেন কুসুম হয়ে ফোটে
শিথিল তনু বুকের আলিঙ্গনে।
***
Evening Light
( Italy )
নিঃসঙ্গতা
***
Evening light is enchanting our senses,
sending us in a warm hug of dreams
where true feelings are the hue of a meaningful stay on earth,
and where in a glance the own joy is
found in other soulful eyes ...
***
CAROL OF LIGHT
Cristina Serghiescu
Carol of light from the Promised Heaven,
Angels watch, with tears of dreams...
The song rings out in the blue night,
The silver of the stars laughs on the master vault,
Snow with flowers, deep in love,
The light is alive on the altar of feeling.
***
একঘেয়ে দিন নিঃসঙ্গ ঘরে
অশ্রুসিক্ত শিউলি ঝরে পড়ে।
বেহিসাবি মন কাটেনা সময়
দহমান নিদারুণ শূন্যতায়।
বিকেলের টান ধরা রোদ্দুরে
ইচ্ছেরা বুকে কানাকানি করে।
চাঁদ যদি ফুল হয়ে ঝরতো মাটিতে
রাতের বিছানা ভরে যেত সুরভীতে।
***
Carried by the winds of silence
I find myself in
the cracks of time.
Light in them
offers a feast of eternity.
***
HEAVENLY DISTANCE
The birds were singing this morning
I heard their song
i saw your face...
wished,
got up, hurried,
and then suddenly stopped,
she woke up and shivered...
I was moved by the sun
I felt his call,
it warmed my face...
That's when I saw you
next to me..
In front of me
heavenly distance
silence in the heart...
***
কাঁচের উপর মায়া রেখেছিলাম
মায়ার উপর জল,
কুয়াশা মলিন
স্মৃতির আঙিনায়
পুরাতন অভিমানের ঝড়।
বিরহের জলকণা আজ
মরীচিকা হয় ,
আলোকবর্ষের নীহারিকারা
মৃতসঞ্জিবনী হয়ে পথ হারায়।
***
Tanja Ajtic
A blink
Carefully with a blink
because everything you see
is in between
and blink
takes you into darkness
and light and darkness
is like your life.
***
***
Chen Hsiu–chen
( Taiwan )
Will you hear my waves and tides?
Will you see my starry sky?
Will you kiss my roses?
Will you touch my heart?
Here is a poetry collection for you
(Translated by Te-chang Mike Lo)
***
SOULS ARE SOLD
They came to sell their souls
Right here are their goals
For very little money
Their spoon fell into the honey
Sold souls are no one
They took a lot from someone.
***
When people love in heart is celebration
Emanoil Sânziana
Let's toast for poets who transform the world
for health and those who have the grace and silence heard
and those who make magistic in creation
when people love the degnity is shining
and honesty is sanctifies all path
remain eternal in the hearts change wrath
the words are singing, fairy and divining
when people love they have a gorgeus lighting
avoid the man who really are in love
is more alive alive to all above
creates more beauty in the world of frightening!
***
World of Chaos
Annalyn G. Mercado
( Phillipines )
In this world where chaos proliferates
Pleading for humanity and social awareness
No color ,culture, religion to divide us
Stop sufferings and manslaughter to haunt us
Remove grudges and hatred
Poisons your heart and bleed
Never trap yourself in greed
Deceitful acts, never to breed
Let your home be a haven of love
Sow seeds of deep compassion
Bestow empathy and kindness
Let us unite and show benevolence .
***
Wind
Blessed be the sun
his house of pitch
the sea that all tears dries.
Blessed be my light breathing
your silver wrinkles
of sand in the wind.
***
বেহায়া
ঠোঁট কাটা লাশের বাসি হাসি,
বড় দৃষ্টিকটু লাগে,
যাও, ওকে নিয়ে যাও আগে।
চাঁদ তখনও বায়নি ভেলা, রাত্রি বেলা
পুরনো শাড়ির পর্দায় পাল তুলেছে ছেঁড়া বেলা,
ঠিক যেন একটা ঘরের মতো লাগে
ওপারের পূর্ণ ধানের গোলা ,
বুঁদ ঘরকন্না , নেই দরজা জানালার মরনফাঁদ,
অশ্রুহীন কান্নায় ঘুম কাজল টানে চোখে।
শাখা প্রশাখা ইনিয়ে বিনিয়ে গল্প শোনায় কিছু।
হাড়জালানি ফাগুন চলে মরনের পাড় ঘেঁষে
ঠিক নিলাজ প্রেমের পিছু পিছু।
বেহায়া লাশের ঠোঁট কাটা হাসিতে বিষ লাগে,
যাও, ওকে নিয়ে যাও আগে।
***
উল্কাপাত
যে মানুষগুলোর কথা তোমাকে বলা হয়নি, তারা আমার প্রতিটি কাজের পেছনে গোয়েন্দাগিরি করতো আমি বুঝতে পারলেও রোধ করার ক্ষমতা ছিলো বন্ধ কারণ ক্ষমতার লড়াইয়ে তখন আমরা সবাই দাবার ঘুঁটি। ওদের খেলা দেখার ইচ্ছে থাকলেও মগজে যেন কারফিউ বসে যেত । একদিন রাত গভীর চারদিক শুনশান, হঠাৎ শুনতে পেলাম আমার ঘরের পাঁচিলে ফিসফিস কথার আওয়াজ , ওরা ঘরে ঢুকলো , কালো কাপড়ে আমার চোখ বেঁধে দিয়ে গভীর জঙ্গলের দিকে নিয়ে গেলো , বাঁ কানের নিচে ট্রিগার ধরে রেখে একজন বলছে , " বল শালা , তুই কিছুই দেখিস নি, শুনিস নি , " আমি তবুও নীরব , একটা গাছের সঙ্গে আমাকে বেঁধে ওরা আমার ডান হাতটা কেটে ফেলে চলে গেল। আমি জানতেও পারলাম না ওরা কারা। জানতেও পারলাম না কে বা কারা পরেরদিন আমাকে এই জঙ্গল থেকে তুলে এনে হাসপাতালে রেখে গেছে ।
তারপর একদিন ওই পথে যেতে গিয়ে দেখলাম একটা হাতের হাড় পড়ে আছে, বুঝলাম এটা আমার, তুলে নিয়ে বাড়ি চলে এলাম, এখন এই হাড়ের টুকরো দিয়ে ফলা বানিয়ে রেখেছি, এই ফলা থেকে বেরিয়ে আসা এক একটা শব্দ আগামীর উল্কাপাত।
***
Dessy Tsvetkova
The need
is the motor,
are there any light spots?
The bleed,
as a rotor,
looking for the perfect guilt.
The need
is the God,
heating our hands.
A few bites
of the bread,
awekaning,
this is in our hearts.
***
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼